শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া রিয়ালের
বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লস ব্লাঙ্কোরা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে শীর্ষে ওঠতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১৪ ডিসেম্বর) রায়ো ভায়োকানোর মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। উনাই লোপেজের গোলে লিড পায় ভায়াকানো। এরপর ম্যাচে সমতায় ফিরতে মারিয়া হয়ে খেলতে থাকে রিয়াল।
তবে ম্যাচের ৩৬ মিনিটে ফের গোল খেয়ে বসে লস ব্লাঙ্কোরা। আব্দুল মুমিনের গোলে লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের। ম্যাচের ৩৯ মিনিট ফেদে ভালভার্দের গোলে ব্যবধান কমায় রিয়াল। আর ৪৫ মিনিটে জুড বেলিংহাম গোল করলে সমতায় থেকে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতি থেকে ম্যাচের ৫৬ মিনিটে লিড নেয় রিয়াল। গোল করে দলকে লিড এনে দেন রদ্রিগো। তবে ৬৪ মিনিটেই সমতায় ফেরে ভায়াকানো। ইসি পালাজন গোল করে স্কোরলাইন ৩-৩ করেন।
এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরেই থাকছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচেই বার্সাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল।
কমেন্ট