বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
বার্সেলোনা ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরেছে
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে। ম্যাচের শুরুতেই লেগানেস অধিনায়ক সার্জিও গনজালেসের করা একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। এই হারে ঘরের মাঠে টানা দ্বিতীয় লিগ ম্যাচ হারলো বার্সা।
চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে দারুণ ফর্মে থাকা বার্সেলোনা লা লিগায় সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরম্যান্স করেছে।
শেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র একটি। তবে, এই হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সমান পয়েন্ট থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সা আগামী শনিবার খেলবে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
কমেন্ট