বর্ষসেরা পুরস্কার জিতে আবেগঘন বক্তব্য ভিনিসিয়ুসের

বর্ষসেরা পুরস্কার জিতে আবেগঘন বক্তব্য ভিনিসিয়ুসের

ভোটিংয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে ব্যালন ডি’অর হারান ভিনিসিয়ুস জুনিয়র। তাতে হতাশ হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এবার হতাশা কাটিয়ে  ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

 
কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নেন ভিনি নিজেই। 
পুরস্কার গ্রহণের সময় ভিনিসিয়ুস তার অতীত ও বর্তমানের কথা স্মরণ করে আবেগঘন কিছু কথা বলেন। ভিনিসিয়ুস বলেন, ‘এখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো।


আমি বড় হয়েছি দারিদ্র্য আর সংঘবদ্ধ অপরাধের পরিবেশে। এই পুরস্কার তাদের জন্য, যারা এমন পরিবেশে বড় হয়।’

 
তিনি আরো বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, ক্লাব, সতীর্থরা, কার্লেত্তো (অ্যানচেলত্তি)- যিনি সবসময় আমাকে সাহায্য করেন।


যারা আমার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’  


‘আমি আশা করি অনেক বছর রিয়াল মাদ্রিদে থাকতে পারব, কারণ এটি বিশ্বের সেরা ক্লাব। আমি কৃতজ্ঞতা জানাই, আমার সাবেক ক্লাব ফ্লামেঙ্গো, আমার জাতীয় দলের সতীর্থ এবং আমার দেশকে, যারা সবসময় আমার লড়াইয়ে আমাকে সমর্থন করেছে।’-তিনি যোগ করেন। 

 
ভিনিসিয়ুস পঞ্চম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন।


২০১৬ সালে পুরস্কারটি চালু হওয়ার পর লিওনেল মেসি তিনবার (২০১৯, ২০২২, ২০২৩), ক্রিস্টিয়ানো রোনালদো দুইবার (২০১৬, ২০১৭), পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি (২০২১, ২০২২) এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ (২০১৮) জিতেছেন।

যেভাবে ফিফা ‘দ্য বেস্ট’ নির্বাচিত হবে এবার পরবর্তী

যেভাবে ফিফা ‘দ্য বেস্ট’ নির্বাচিত হবে এবার

কমেন্ট