শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত

শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজেও মোহাম্মদ শামির সার্ভিস পাচ্ছে না ভারত। অভিজ্ঞ এই পেসারকে পেতে আর কত দিন অপেক্ষা করতে হবে- এটাই এখন ভারতীয় সমর্থকদের বড় প্রশ্ন!

Advertisement

অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, শতভাগ নয়, ২০০ ভাগ নিশ্চিত হলে তবেই মাঠে দেখা যাবে তাকে। 

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর আর ভারতের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি শামি। অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়ায় অস্ত্রোপচার করা হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সি পশ্চিমবঙ্গের এই পেসার।

তবে এখনও পুরোপুরি ফিট নন শামি- এমনই ইঙ্গিত মিলেছে অধিনায়কের কথায়। শামির হাঁটুতে সমস্যার দিকে ইঙ্গিত করে বুধবার ভারত অধিনায়ক বললেন, অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি।

রোহিত বলেন, আমি বুঝতে পারছি, তিনি দেশে প্রচুর ক্রিকেটে খেলে এসেছেন। তবে তার হাঁটু নিয়ে কিছু সমস্যার কথাও এসেছে। আমরা যে জিনিসটা একেবারেই চাই না, তা হলো- একজন খেলোয়াড় এখানে এলো এবং ম্যাচের মাঝপথে নিজেকে সরিয়ে নিল। এমন কিছু ঘটলে কী হয়- সেটা সবাই জানে।

ভারত অধিনায়ক বলেন, যতক্ষণ আমরা ২০০ শতাংশ নিশ্চিত না হব, ততক্ষণ আমরা কোনো ঝুঁকি নেব না। এনসিএতে যারা আছেন, তারা যদি মনে করেন, শামি মাঠে নামতে, রিকভার করতে এবং খেলতে প্রস্তুত, তাহলে তার জন্য দুয়ার খুলে যাবে। তাকে পেলে আমরা খুশি হব।

এদিকে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা পিটিআইকে বলেছিলেন, মোহাম্মদ শামি নিজেই মনে করেন যে তিনি এখনও লাল বলের ক্রিকেট খেলতে প্রস্তুত নন। 

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছিল যে, ‘তার হাঁটুর ফোলা বাড়ছে আবার কমছে। তিনি নিজেও যতটা সম্ভব ঘরোয়া ক্রিকেট খেলতে চান। এর পরে তিনি এমন ম্যাচ খেলতে চান যেখানে প্রতি ম্যাচে তিনি কমপক্ষে তিনটি স্পেল এবং ১০ ওভার বল করতে পারেন।’

মোহাম্মদ শামি ভারতের হয়ে এখন পর্যন্ত ৬৪ টেস্ট, ১০১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।  

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পরবর্তী

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

কমেন্ট