ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক ধবলধোলাইয়ে এলোমেলো রেকর্ড বই!

ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক ধবলধোলাইয়ে এলোমেলো রেকর্ড বই!

ব‍্যাটে-বলে দারুণ দিন গেল বাংলাদেশের। পারভেজ হোসেন ইমনের আগ্রাসী শুরুর পর জাকের আলির টর্নেডো ইনিংসে ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিংকে দিয়ে তাসকিন আহেমেদের শুরু আর ওবেদ ম্যাকয় দিয়ে শেষ।

উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশের খেলোয়াড়োরা। তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারায় রেকর্ড ৮০ রানে। 
রেকর্ড গড়া জয়ে টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস‍্য দেশের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। গত বছর মার্চে চট্টগ্রামে আয়ারল‍্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এতদিন সবচেয়ে বড় জয় ছিল ২৭ রানের। যা এসেছিল চলতি সিরিজের দ্বিতীয় ম‍্যাচে।

প্রথম দুই ম্যাচ জেতে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজকে  ধবলধোলাই করল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিল বাংলাদেশ দল।
২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল লিটনের দল।

 

শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত পরবর্তী

শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত

কমেন্ট