সীমান্তে দুর্নীতির মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে: পররাষ্ট্র উপদেষ্টা
এবার নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
ঠিক যুবাদের মতোই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল হতে যাচ্ছে। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ-ভারত। সংযুক্ত আরব আমিরাতে ভারতের যুবাদের ৫৯ রানে হারিয়েই টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জয়ের উল্লাস করে বাংলাদেশ।
এবার পালা মেয়েদের।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে আরেক সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠে ভারতের মেয়েরা।
টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৫৪ রান করতে সক্ষম হয় নেপাল। বৃষ্টির কারণে অবশ্য ম্যাচ নেমে আসে ১১ ওভারে।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই বড় জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের সহজ জয়টা নিশ্চিত করেছে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ছোঁয়ার অপরাজিত ২৬ রানের বিপরীতে ১৮ রান করেছেন ইভা। আর তিনে নেমে ৬ বলে ১০ রানের ইনিংস খেলেছেন সুমাইয়া আক্তার।
২৬ রানের অনবদ্য ইনিংসের আগে বোলিংয়ে ১ উইকেট নেওয়ার স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা হয়েছেন ছোঁয়া। এর আগে প্রতিপক্ষকে অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার ফাহমিদা ও হাবিবা ইসলাম। বাকি চার ব্যাটার রান আউট হয়েছেন। নেপালের হয়ে সর্বোচ্চ ১১ রান করেছেন সাবিত্রী ধামি।
সুপার ফোরের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ-ভারত। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে। আর সমান ম্যাচে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৬। তিনে থাকা শ্রীলঙ্কার ৪ পয়েন্টের বিপরীতে নেপালের ৩। আগামী সোমবার চ্যাম্পিয়ন হতে লড়বে বাংলাদেশ-ভারত।
কমেন্ট