নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন: উপদেষ্টা আসিফ মাহমুদ
নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন হাসারাঙ্গা
চোটের কারণে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। লেগস্পিনারকে রেখেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সর্বশেষ অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলেন তিনি।
হাসারাঙ্গার সঙ্গে ফিরেছেন পেসার লাহিরু কুমারাও। সর্বশেষ মার্চে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন ২৭ বছর বয়সী পেসার। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ঈশান মালিঙ্গা। ২৩ বছর বয়সী পেসার সর্বশেষ আইপিএলের নিলামে দলও পেয়েছেন।
১ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজে খেলা দুশান হেমন্থ, কুশল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা ও দিলশান মাদুশঙ্কা বাদ পড়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও ওয়ানডেতে জায়গা পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে নতুন বছরের ৫ জানুয়ারি।
বাকি দুটি ৮ ও ১১ জানুয়ারি।
শ্রীলঙ্কার ওয়ানডে দল-
চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিজ, কামিন্দু মেন্ডিস, জনিত লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিদু বিক্রামাসিংহে, আসিতা ফার্নান্দো, মোহামেদ শিরাজ, লাহিরু কুমারা, ঈশান মালিঙ্গা।
কমেন্ট