নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে সংস্কার কাজে সহযোগিতা করুন: উপদেষ্টা আসিফ মাহমুদ
ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ইংলিশ অধিনায়ক স্টোকস
অস্ত্রোপচার করিয়ে লম্বা সময় ক্রিকেটে ফিরেছিলেন বেন স্টোকস। সব ঠিকঠাকই চলছিল। এর মাঝেই ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই ইংলিশ অধিনায়ক। যে কারণে ফের তিন মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। করাতে হবে অস্ত্রোপচারও।
নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে চোটে পড়েন স্টোকস। পরে জানা যায় অস্ত্রোপচার করাতে হবে তাকে। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ল স্টোকসের। গত আগস্টে দ্য হানড্রেডে খেলার সময় প্রথমবার এই চোটে পড়েন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচার করানো হবে স্টোকসের।’
স্টোকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেছেন। তবে তিনি যে হাল ছাড়বেন না সেটাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেন, ‘একটা বাধা পার হওয়া আছে…তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরও রক্ত, ঘাম ও অশ্রু ঝরানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি। মাঠেই দেখা হবে।’
অবশ্য চোটে পড়লেও খুব একটা সমস্যা হবে না ইংল্যান্ডের। কেননা, আগামী মে মাসের আগে কোনো টেস্ট নেই দলটির। তবে সব ঠিক থাকলে হয়তো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারতেন স্টোকস। তবে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দলে স্টোকসকে বিবেচনা করেনি ইসিবি।
কমেন্ট