পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম

পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম

চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তবে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বাংলাদেশি পেসারের জায়গা হয়নি এবারের আইপিএলে। ২০২৫ আইপিএলের নিলামে শুধু বাঁহাতি পেসারই নন, বাংলাদেশের কোনো ক্রিকেটারই দল পাননি।

আইপিএলে না পেলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির এই যুগে অন্য টুর্নামেন্টের দরজা নিশ্চিত মুক্ত আছে বাংলাদেশি ক্রিকেটারদের।

সেই লক্ষ্যেই ২০২৫ সালের পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছে মুস্তাফিজ। বাঁহাতি পেসারের নাম লেখার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।


সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের নাম লেখার বিষয়ে লিখেছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।’ আগামী ১১ জানুয়ারি হবে নিলাম।

নিলামের তারিখ নির্দিষ্ট হলেও টুর্নামেন্ট কবে শুরু হবে তা এখন পর্যন্ত জানায়নি কর্তৃপক্ষ।
প্রতিবারই ফেব্রুয়ারি-মার্চে টুর্নামেন্ট হলেও এবার চ্যাম্পিয়নস ট্রফির কারণে নির্দিষ্ট সময়ে আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেননা ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টটি একই সময় হবে। তাই আইসিসির টুর্নামেন্ট শেষেই পিএসএল হবে।

সেদিক থেকে আইপিএলের সময়ই পিএসএল দশম আসর হতে পারে। আইপিএলের ১৮তম আসর হবে ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত।
পিএসএলের নিলামে দল পেলে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটিতে খেলবেন মুস্তাফিজ। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্ট মাতিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। দলটির হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কখন পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কখন

কমেন্ট