পঞ্চমদিনে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া

পঞ্চমদিনে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থটিতে মেলবোর্নে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান করে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। তাতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করা ভারতের সামনে এরইমধ্যে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৩ রানের। যেটা পঞ্চমদিনে আরও বাড়তে পারে।

tচতুর্থদিনে নীতিশ কুমার রেড্ডির লড়াকু ১১৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দলকে লড়াইয়ে ফেরান অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। দলীয় ৯১ রানেই ৬ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। যেখানে একাই শিকার করেন ৪ উইকেট। যার সুবাদে ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই পেসার। তবে এরপর প্যাট কামিন্সের সঙ্গে জুটি গড়ে দলকে টানেন মার্নাস লাবুশেন।

লাবুশেন ৭০ রান করে সাজঘরে ফেরার পর কামিন্স ফিরে যান ৪১ রান করে। তখন মনে হচ্ছিল ৩০০ মাঝেই আটকে যাবে অজিরা। তবে সেটি হতে দেয়নি নাথান লায়ন স্কট বোলান্ড জুটি। শেষ উইকেট জুটিতে ৫৫ রান তুলে দিনের খেলা শেষ করেছেন এই দু’জন। যেখানে লায়ন অপরাজিত ৪১ রানে। আর বোলান্ড অপরাজিত ১০ রানে। পঞ্চম দিনে ফের ব্যাট হাতে নামবেন দু’জন।

৯ উইকেটে ২২৮ রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। যেখানে লক্ষ্যটা সাড়ে তিনশর ঘরে নিয়ে যাওয়া। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহর শিকার ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ।


এর আগে, চতুর্থ দিনে শেষ উইকেটে ব্যাট করতে নেমে ১১ রান যোগ করে ৩৬৯ রানে থামে ভারত। যেখানে সর্বোচ্চ ১১৪ রান আসে তরুণ রেড্ডির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান আসে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। 

 

লিটন নন, ঢাকার অধিনায়ক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা পরবর্তী

লিটন নন, ঢাকার অধিনায়ক লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা

কমেন্ট