বাংলাদেশে আটক ভারতীয় জেলে এবং ভারতে আটক বাংলাদেশি জেলের বিনিময় ৫ জানুয়ারি
বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালকে ১৯৮ রানের টার্গেট দিল দুর্বার রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে ইয়াসির আলীর অপরাজিত ৯৪ রান ও এনামুল হক বিজয়ের ৬৫ রানে ১৯৭ রান তুলে রাজশাহী।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি দুর্বার রাজশাহীর। দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন দলটির ওপেনার জিসান আলম।
তিনি কাইল মেয়ার্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে। এরপর ১৩ রান করা মোহাম্মদ হারিস আউট হয়েছেন মেয়ার্সের বলেই তাকে ক্যাচ দিয়ে। এরপর দলটির হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী।
এই দুজনের ১৪০ রানের জুটিতে দলীয় ১৬৫ রানে আউট হন বিজয়।
হাফ সেঞ্চুরি তুলে ফাহিম আশরাফের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ৬৫ রানে।
এরপর রায়ান বার্লকে নিয়ে রাজশাহীর রান বাড়াতে থাকেন ইয়াসির। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৪ রানে।
শেষ পর্যন্ত বার্ল অপরাজিত থাকেন ৮ রানে।
জয়ের জন্য ফরচুন বরিশালের দরকার ১৯৮ রান।
কমেন্ট