এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিউজিল্যান্ডের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিউজিল্যান্ডের

মাউন্ট মঙ্গানুইয়ে জয়টা হাতের নাগালেই ছিল শ্রীলঙ্কার। তবে শেষদিকে ১৮ বলে ২৯ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। অথচ, ৭ উইকেটও ছিল তাদের হাতে। নাটকীয়ভাবে শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে তারা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরো কঠিন সমীকরণ ছিল শ্রীলঙ্কার সামনে। ফল যা হওয়ার তাই হয়েছে। নিউজিল্যান্ডের কাছে ৪৫ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে তারা।

 
আজ সিরিজ বাঁচানোর ম্যাচে খেলতে নেমে ১৮৭ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।

শুরুটা ভালোই হয়েছিল তাদের। ১১.৪ ওভারে ৯৭ রান তুলেছিল তারা। উইকেট হারিয়েছিল ৩টি। বাকি ৯০ রান করতে হতো ৫০ বলে।
হাতে ৭ উইকেট নিয়ে তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে শ্রীলঙ্কা। জ্যাক ডাফির তোপে শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন কুশল পেরেরা। ১৫ রানে কিউইদের হয়ে ৪ উইকেট নেন ডাফি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮৬ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

শুরুটা অবশ্য ভালো ছিল না স্বাগতিকদের। দলীয় ১৩ রানে রাচিন রবীন্দ্র ফেরেন ড্রেসিংরুমে। মার্ক চাপম্যানকে নিয়ে পরে সেই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার টিম রবিনসন। তবে দুজনের কেউই ফিফটি করতে পারেননি। রবিনসনের ৪১ রানে বিপরীতে ৪২ রান করেন চাপম্যান।
দুজনের আউটের পরেই কিছুটা ধাক্কা খায় নিউজিল্যান্ড। তবে শেষ পর্যন্ত দলকে বড় সংগ্রহ এনে দেন মাইকেল হেই। ২১৫.৭৮ স্ট্রাইকরেটে খেলেন ৪১ রানের ইনিংস। ৪ চার ও ২ ছক্কার ইনিংসে পরে ম্যাচসেরাও হন তিনি। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি আগামী ২ জানুয়ারি, নেলসনে।

 

বিপিএলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের গেটে ভাঙচুর পরবর্তী

বিপিএলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের গেটে ভাঙচুর

কমেন্ট