নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর: ড. ইউনূস
ভারতীয় শিবিরে এল বড় ধাক্কা, চোটের কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট শুরু হবে কাল। এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ বাঁচানো, সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে জেতার বিকল্প নেই রোহিত শর্মার দলের সামনে।
ঠিক এই সময় ভারতীয় শিবিরে এল বড় ধাক্কা। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার আকাশ দীপ। বিষয়টি জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর।
তিনি বলেন, ‘পিঠের চোটের জন্য সিডনিতে আকাশ দীপ নেই।’ ফলে ভারতীয় দলে একটা পরিবর্তন আসছেই। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন হারশিত রানা।
পার্থ টেস্টে অভিষেক হয়েছিল এ হারশিতের। সে ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। তবে পরের টেস্ট অ্যাডিলেইডে তেমন নজর কাড়ে পারেননি। যার ফলে ব্রিসবেনে আবারও একাদশে ফেরেন আকাশ দীপ। এরপর মেলবোর্ন টেস্টেও তিনিই খেলেছেন ভারতীয় একাদশে।
এদিকে জাসপ্রিত বুমরাহ একাই এই সিরিজে রেখেছেন ভারতকে। ৩০ উইকেট নিয়ে তিনি এই সিরিজের সেরা উইকেটশিকারী। তাকে বিশ্রামের কথা ভাবতেও পারে না সফরকারীরা।
তার সঙ্গে হারশিত রানা ঢুকবেন দলে। এদিকে মোহাম্মদ সিরাজকেও রাখা হতে পারে এই দলে। শুক্রবারের এই ম্যাচে পেসার বাড়ানো হতে পারে আরও একজন। ওয়াশিংটন সুন্দর বা রবীন্দ্র জাডেজার জায়গায় দলে আসতে পারেন প্রসিধ কৃষ্ণা।
কমেন্ট