দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে দেশে ফিরেছেন লিটন দাস-জাকের আলি অনিকরা। এবার সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশের মেয়েরা।
সফরটির সূচি আজ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। সিরিজটি খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি শুরু হবে। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয়টি ম্যাচটি হবে ২৯ জানুয়ারি। সীমিত ওভারের সব ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশকে আতিথেয়তা দিতে পারার সুযোগ পেয়ে খুশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিনফোর্ড ইনভারারি। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহি ভেন্যু ওয়ার্নার পার্ক। বাংলাদেশ নারী দলের সিরিজটির আয়োজক হতে পেরে আমরা দারুণ আনন্দিত।’
কমেন্ট