বাংলাদেশ এখনও আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির ক্ষতিকর প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা
সিডনি টেস্টে ভারত-অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে মোট ১৫ উইকেটের পতন হয়েছে। এর মধ্যে ৯ উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার বাকি ৬টি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের। তাতে তৃতীয় দিনে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আভাস মিলছে দ্বিতীয় দিন শেষেই।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে সিডনিতে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে ভারত। তাতে ভারতের লিড ১৪৫ রানের। তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন রবীন্দ্র জাদেজা ও ওয়াসিংটন সুন্দর। এই জুটির ওপরই নির্ভর করবে এই টেস্টে কত দূর যাবে অস্ট্রেলিয়া। তবে প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হওয়া অজিদের সামনে যে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করে আছে তা বলায় যায়।
এদিন অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে দিয়ে ৪ রানের লিড পায় প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হওয়া জাসপ্রিত বুমরাহর দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলায় মনোযোগি হয় দলটি।
ওপেনিং জুটি ভাঙে ৪২ রানে। এরপর দ্রুত উইকেট হারায় ভারত। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এই অবস্থায় ব্যাট হাতে পাল্টা আক্রমণ চালান ঋষভ পান্ত। ৩৩ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৬১ রান করেন তিনি। এরপর ফিরে যান নিতিশ কুমারও। পেরে দিনের খেলা শেষ করে আসেন জাদেজা ও সুন্দর। এদিন অজিদের হয়ে স্কট বোল্যান্ড একাই তুলেছেন ৪ উইকেট।
কমেন্ট