সিডনি টেস্টের মাঝপথে চোটে পড়লেন যশপ্রীত বুমরাহ

সিডনি টেস্টের মাঝপথে চোটে পড়লেন যশপ্রীত বুমরাহ

চোটে পড়লেন যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় সেশনের সময় মাঠ ছেড়েছেন। পরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডও ছেড়ে যান স্ক্যান করাতে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে গিয়েছেন ভারতীয় দলের চিকিৎসক।


যদিও বুমরাহ কোথায় এবং কিভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতীয় দলের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। 

ফক্স ক্রিকেটের সম্প্রচারে ভারতীয় কিংবদন্তি রবিশাস্ত্রী জানান, ‘তিনি কিছু ডাক্তার দেখাতে যাচ্ছেন এবং স্ক্যান করাবেন... কিছু সময় পরে আরো বিস্তারিত জানতে পারব আমরা।’ 

‘মনে হচ্ছে তার অবস্থা ভালো নেই, এটি পুরো সিরিজের ওপর বিশাল প্রভাব ফেলবে।


’—যোগ করেন শাস্ত্রী। 
বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়েও দিলেন।

বোর্ডার-গাভাস্কার সিরিজে এখন পর্যন্ত বুমরাহ ৯ ইনিংসে ১৫২.১ ওভার বোলিং করে ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নিয়েছেন।


তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারের রেকর্ড ভেঙেছেন। ১৯৭৭-৭৮ মৌসুমে বিষান সিংহ বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরি‌জে ৩১টি উইকেট নিয়েছিলেন। বুমরাহ ইংল্যান্ডের মরিস টেটের ১০০ বছরের পুরনো রেকর্ডটি (৩৮ উইকেট) ভাঙার পথে ছিলেন।

সিডনি টেস্টে ভারত-অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পরবর্তী

সিডনি টেস্টে ভারত-অস্ট্রেলিয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কমেন্ট