শ্রীলঙ্কা সফরে কামিন্সের অনুপস্থিতিতে আবার অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন প্যাট কামিন্স। তার সন্তান জন্মের সময় অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফরে থাকবে। তাই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সফরে যাচ্ছেন না অজি অধিনায়ক।
তাকে বাদ রেখে আজ শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে।
২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির দায়ে লম্বা সময়ের জন্য নেতৃত্ব হারানো স্মিথ এরপর থেকে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তিন সংস্করণ মিলিয়ে ১২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন।
দলে নতুন মুখ কুপার কনোলি। কুপার কনোলি ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষিক্ত স্যাম কনস্টাসও জায়গা ধরে রেখেছেন। ফেরানো হয়েছে নাথান ম্যাকসুয়েনিকে। এ ছাড়া চোট কাটিয়ে ফিরেছেন ব্যাকআপ উইকেটকিপার জশ ইংলিস।
তবে দলে নেই মিচেল মার্শ ও জশ হ্যাজলউড।
দুটি টেস্ট ম্যাচই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমটি ২৯ জানুয়ারি এবং দ্বিতীয়টি ৬ ফেব্রুয়ারি শুরু। তা ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে হাম্বানটোটায় আগামী ১৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেও খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, কুপার কনোলি, স্যাম কনস্টাস, নাথান ম্যাকসুয়েনি, টড মার্ফি, বো ওয়েবস্টার, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা ও ম্যাট কুনেমান।
কমেন্ট