২০২৬ বিশ্বকাপ শেষে ফ্রান্সের ডাগআউট ছাড়বেন দেশম

২০২৬ বিশ্বকাপ শেষে ফ্রান্সের ডাগআউট ছাড়বেন দেশম

২০২২ সালে কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর গুঞ্জন ওঠে, ফ্রান্সের কোচের দায়িত্বে আর থাকছেন না দিদিয়ের দেশম। কিন্তু ফরাসি ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন কোচের ওপর আস্থা রাখতে ভুল করেনি। গুঞ্জন হাওয়ায় উড়িয়ে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্বেই রেখে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপ শেষে আর চুক্তি বাড়াবেন না বলেই গতকাল আগাম ঘোষণা দিয়েছেন দেশম।


জানিয়েছেন শেষ বলার এটাই উপযুক্ত সময়, ‘২০২৬ সালে এটা (পথচলা) শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একই রকম পেশাদারি ও আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি; তবে ২০২৬ বিশ্বকাপের পর ইতি টানার দারুণ সময়।’ 
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে বিশ্বকাপ উঁচিয়ে ধরার কীর্তি আছে দিদিয়ের দেশমের।


২০১৮ সালে কোচ হিসেবে এবং ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের স্বাদ পেয়েছিলেন তিনি। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব চেপেছিল তাঁর কাঁধে। তার অধীনে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ফরাসিরা। সেই ফাইনালে হেরে গেলেও দুই বছর পর রাশিয়ায় বিশ্বকাপ জয়ের উৎসবে মাতেন এমবাপ্পেরা।

এরপর ২০২১ সালে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিদায়ের ঘোষণায় দেশম আরো বলেছেন, ‘সব ভালো কিছুরই একদিন শেষ হয় এবং আপনাকে জানতে হবে, কখন থামতে হবে। এই দলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ২০২৬-এ যেটা ১৪ বছর হবে।’
দেশমের পরের গন্তব্য কী? এর উত্তর না দিলেও জানালেন, আপাতত ফ্রান্স দলের সঙ্গে বাকি দেড় বছর কিভাবে পার করা যায় সেটারই পরিকল্পনা করছেন।


আগামী মার্চে নেশনস লিগে দুই লেগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
দেশমের জায়গা নিতে ফেভারিট তালিকার সবার ওপরে আছেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান, এমনটাই বলছে ফরাসি গণমাধ্যম লেকিপ।
অনেক দিন ধরেই দেশটির কোচ হওয়ার আকাঙ্ক্ষা জিদানের। এ জন্য ২০২১ সাল থেকে কোনো দলের দায়িত্ব নেননি বিশ্বকাপজয়ী এই তারকা। কোচ হিসেবে শুধু রিয়াল মাদ্রিদে দুই দফায় দায়িত্ব সামলেছেন জিদান। ২০১৬-১৮ পর্যন্ত তার অধীনেই টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। জিদান ও দেশমের একসময়ের সতীর্থ ক্রিস্তফ দুগারি এগিয়ে রাখছেন জিদানকেই, ‘যদি ওকে বেছে নেওয়া হয় তাহলে এটা দারুণ সিদ্ধান্ত হবে। যদিও এখনই কিছুই বলা যাচ্ছে না। তবে আমি চাই, জিদানই কোচ হয়ে আসুক। আমার মতো অনেকেই এটা চায়।’

শ্রীলঙ্কা সফরে কামিন্সের অনুপস্থিতিতে আবার অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ পরবর্তী

শ্রীলঙ্কা সফরে কামিন্সের অনুপস্থিতিতে আবার অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

কমেন্ট