মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। ব্যতিক্রম ছিল না আনরিখ নরকিয়ার বেলায়ও। তবে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে শুরুতে থাকলেও শেষে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গী হতে পারেননি এই পেসার। চোট নরকিয়াকে দারুণ এই মুহূর্তের সাক্ষী হতে দেয়নি।
২০১৯- এর পর তাই ২০২৩ বিশ্বকাপেও খেলা হয়নি তার। এবার ওয়ানডের আরেকটি টুর্নামেন্টে জায়গা পেয়েছেন তিনি। চোট এবার তাকে শেষ পর্যন্ত ধোকা দেবে কিনা তাই শঙ্কা থেকেই যাচ্ছে।
নরকিয়াকে রেখে আজ ১৫ সদস্যের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর আবারো চোটে পড়েছিলেন তিনি। এখন অবশ্য ফিরতে পারেননি। পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ মিসের সঙ্গে এসএ২০ প্রথম ম্যাচও খেলতে পারেননি। তবে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে ফিট হয়েই পাকিস্তানে যাবেন বলে আশা করছে প্রোটিয়ারা।
তার মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডিও। সর্বশেষ গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন লুঙ্গি।
টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা ১০ ক্রিকেটার আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে। টুর্নামেন্টে প্রোটিয়াদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই সঙ্গ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।
কমেন্ট