মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
সিলেটকে কঠিন চ্যালেঞ্জ চিটাগংয়ের
বিপিএলে সিলেট পর্বে পর পর দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। এবার তাদের কঠিন এক চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে চিটাগংয়ের পুঁজি ২০৩ রান।
এদিন ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন শুরুতেই। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া ইমনের ব্যর্থতার পরও পথ হারায়নি চিটাগাং। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিতে বড় রানের ভিত গড়ে দলটি। দু’জনেই করেন ফিফটি রান। পরে শেষটা দারুণ করেন মোহাম্মদ মিঠুন ও হায়দার আলী। তাতেই দুশ পেরোয় চিটাগংয়ের ইনিংস।
সিলেটে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস। ১০ বলে ৭ রান করে আউট হয়ে যান ইমন। তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।
গ্রাহাম ক্লার্কও ফিফটি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলী। সিলেটের হয়ে ২ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।
কমেন্ট