ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য বিধি-নিষেধ কঠোর করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। খেলোয়াড়রা এখন দেশের বাইরে সফরে আগের মতো আর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এ ছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় যেতে পারবেন না অনুশীলন কিংবা ম্যাচেও।

গত শনিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে অস্ট্রেলিয়া সফরের পর্যালোচনাসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিসিআই সিদ্ধান্তটি যে নতুন করে নিয়েছে তা কিন্তু নয়। বরং তারা কভিডপূর্ব সময়ের নিয়ম আবার চালু করেছে। যেটি কভিডের সময় থেকে শিথিল ছিল। তখন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দলের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে তাদের পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বর্তমান নিয়মে ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা পরিবারের সদস্যরা পুরো সফরজুড়ে থাকতে পারবেন না। ৪৫ দিন বা তার বেশিদিনের সফরে খেলোয়াড়ের স্ত্রী বা পরিবারের সদস্যরা শুধু ১৪ দিন থাকতে পারবেন। তবে এর চেয়ে কম দিনের সফরের ক্ষেত্রে সময়সীমা মাত্র সাত দিন করা হয়েছে।

সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে একাধিক ক্রিকেটারদের স্ত্রীকে, বিশেষ করে বিরাট কোহলি ও কে এল রাহুলের স্ত্রীদের সব ম্যাচে উপস্থিত থাকতে দেখা যায়।

বোর্ড মনে করেছে, তাদের উপস্থিতি খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। 
এ ছাড়া শর্তে আরো বলা হয়েছে , সব ভারতীয় খেলোয়াড়কেই টিম বাসে ভ্রমণ করতে হবে। গত কয়েক বছরে অনেক খেলোয়াড় এককভাবে সফর করা পছন্দ করেছেন, কিন্তু এখন থেকে তা আর হবে না। খেলোয়াড়দের মর্যাদা-নির্বিশেষে, সবাইকেই একসঙ্গে টিম বাসে সফর করতে হবে। ‘টিমের একতা বজায় রাখার জন্য এখন সব খেলোয়াড়কেই শুধু টিম বাসে ভ্রমণ করতে হবে।

খেলোয়াড় যত বড়ই হোন না কেন, তাকে আলাদাভাবে সফর করতে দেওয়া হবে না।’
খেলোয়াড়দের পাশাপাশি, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ম্যানেজারকেও টিম হোটেলে থাকতে দেওয়া হবে না। তাকে ভিআইপি বক্স থেকে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হবে না এবং টিম বাস ব্যবহারের ক্ষেত্রেও তাকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৪২ পেরোনো অ্যান্ডারসন ফিরছেন টি-টোয়েন্টি ক্রিকেটে পরবর্তী

৪২ পেরোনো অ্যান্ডারসন ফিরছেন টি-টোয়েন্টি ক্রিকেটে

কমেন্ট