প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান
আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারেনি ভারত। তবে সফরকারীরা সিরিজ না জিতলেও বল হাতে দুর্দান্ত ছিলেন জাসপ্রিত বুমরাহ। সেই পুরস্কারই এবার পেলেন ভারতীয় তারকা। আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিসেম্বর মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে সেরা হওয়া বুমরাহ ও সাদারল্যান্ড দুজনেই দ্বিতীবারের মতো এই সম্মান জিতলেন।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে ডিসেম্বর সেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বুমরাহ, অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন। দুই তারকাকে পেছনে ফেলে সেরা হলেন ভারতীয় তারকা।
অন্যদিকে সাদারল্যান্ড মাসসেরা হতে হারান ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবাকে।
বুমরাহ ডিসেম্বরে তিনটি টেস্ট খেলে মাস সেরার পুরস্কার জিতেছেন। ওই তিন টেস্টে ১৪.২২ গড়ে তিনি উইকেট নেন মোট ২২টি। অন্যদিকে সাদারল্যান্ড ডিসেম্বর মাসে ৬ ওয়ানডেতে ব্যাট হাতে ২৬৯ রান করেন। যার মধ্যে ছিল টানা দুটি সেঞ্চুরি। সেগুলোও ছিল ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ওভারপ্রতি ৩.৮৫ রান দিয়ে উইকেট নেন ৯টি। দুই বিভাগে দুর্দান্ত করে আইসিসির এই সম্মান জেতেন সাদারল্যানন্ড।
কমেন্ট