বিপিএলে আজকের মধ্যে অর্ধেক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দুর্বার রাজশাহীর

বিপিএলে আজকের মধ্যে অর্ধেক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দুর্বার রাজশাহীর

বিপিএলের একাদশ আসর ঢাকা-সিলেট হয়ে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু এখনো টাকা পাননি রাজশাহী দুর্বারের ক্রিকেটাররা। এ নিয়ে ক্ষোভ থেকে গতকাল দলটির অনুশীলনও বয়কট করেন ক্রিকেটাররা। তবে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষের নিশ্চয়তা মেলার পর আজ বৃহস্পতিবার সকালেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের দেখা গেল অনুশীলনে।


দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি জোর দিয়ে বলেছেন যে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ হওয়ার আগেই খেলোয়াড়দের ৫০ শতাংশ টাকা পরিশোধ করা হবে। এবং আজকের মধ্যে ২৫ শতাংশ দেওয়া হবে।

অপি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, ‘গতকাল আমাদের বোর্ড সভাপতির সঙ্গে ও দলের মালিকের অত্যন্ত সৌহাদ্যপূর্ণ বৈঠক হয়েছে। তিনি ২৫ শতাংশ নগদ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন এবং চট্টগ্রাম পর্বের শেষে বাকি ২৫ শতাংশ পরিশোধ করা হবে।


’ 
‘আজ ২৫ শতাংশ নগদ পরিশোধ করা হবে এবং ১৯ তারিখে ২৫ শতাংশের একটি চেক দেওয়া হবে। সুতরাং আজই ৫০ শতাংশ পরিশোধের বিষয়টি সম্পন্ন হবে,’ তিনি আরো যোগ করেন।

অপি আরো জানান, তারা এই পুরো ঘটনাটিকে একটি শিক্ষা হিসেবে নিয়েছে, তারা নতুন ফ্র্যাঞ্চাইজি এবং ভবিষ্যতে আরো এ বিষয়ে সচেতন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ‘যদি আমরা আরো সংগঠিত হতাম, তাহলে ব্যাপারটা সুন্দরভাবে দেখা যেত।


এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা, কারণ আমরা একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। সবাইকে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’
দলটির অপারেশন্স ইন-চার্জ জায়েদ এর আগে তিনি জানিয়েছিলেন, ‘যেই ম্যাচে আমাদের দলের কর্ণধারের স্ত্রী মাঠে ছিলেন, ওই ম্যাচে সাইডলাইনে বসে থাকা অবস্থায় একটি বল আঘাত করে ওনার শরীরে। একটা হাড়ে চিড় ধরা পড়ে। তাই তৎক্ষণাৎ তাকে ব্যাংকক নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য।


দলের মালিক বিদেশে থাকার কারণে নির্ধারিত সময়ে চেকের মাধ্যমে অর্থপ্রদান সম্ভব হয়নি।’
'প্রথম ম্যাচে জয় পাওয়ার পর খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করেছিলাম এবং সিলেট পর্বেই আমরা বোনাস দিয়েছি। বকেয়া অর্থপ্রদানের পাশাপাশি, আমরা ১৪ জন স্থানীয় খেলোয়াড়কে মোটিভেট করার জন্য এক লাখ টাকা করে দিয়েছি। আমরা একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। কিছু ভুল হচ্ছে এবং এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে আমাদের উদ্দেশ্য সৎ এবং আমরা যত দ্রুত সম্ভব এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছি,' বলেন তিনি।

 

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ পরবর্তী

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ

কমেন্ট