নেপালকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করল বাংলাদেশ

নেপালকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করল বাংলাদেশ

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু করল সুমাইয়া আক্তারের দল।

আজ শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার ইউকেএম ওভাল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫২ রান তোলে নেপাল। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাবে মাত্র ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া আক্তার।


ছোট লক্ষ্য তাড়ায় নেমে প্রত্যাশিত শুরু করতে পারেননি ব্যাটাররা। ৪ রানের মাথায় ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার ফাহমিদা ছোঁয়া। ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। দ্রুতই ফেরেন আরও তিন ব্যাটার। সবমিলিয়ে মাত্র ৪১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

অবশ্য জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। মিডল অর্ডারের দৃঢ়তায় ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দৃঢ় হলো বাংলাদেশের। নেপালের হয়ে বল হাতে ৪ বোলার একটি করে উইকেট নেন। তারা হলেন—রচনা, রিমা, সীমা ও পূজা।

কোহলিদের লাগাম টানতে ১০ নির্দেশনা বিসিসিআইয়ের পরবর্তী

কোহলিদের লাগাম টানতে ১০ নির্দেশনা বিসিসিআইয়ের

কমেন্ট