প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বাস্থ্য উপদেষ্টা
‘সৌদি লিগে খেলার ‘অযোগ্য’ নেইমার’
নেইমারের কথা উঠছে আর ইনজুরি ইস্যু থাকবে না, তা যেন হয়ই না! পিএসজি ছাড়ার আগ থেকেই ব্রাজিল তারকার চোট। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসলেও ইনজুরি তাকে ছাড়েনি। সৌদি প্রো লিগে এখন অবধি আল হিলালের হয়ে কত মিনিট খেলেছেন, তাও আঙুলের কড়ে গোনা যাবে। খেলতেই যেখানে পারছেন না, সেখানে ফর্মের প্রশ্ন আসে কী করে!
ব্রাজিলের তারকাকে নিয়ে তাই রাজ্যের কথা। নিজের ভবিষৎ নিয়েও শঙ্কায় পড়ে গেছেন নেইমার। ২০২৩ সালে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে এসেও বেঞ্চ গরম করেছেন। তাইতো কোনো রাগঢাক না রেখে আল হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, সে সৌদি লিগে খেলার অযোগ্য।
সৌদিতে চোট নিয়েই আসেন নেইমার। এরপর চোটের মাত্রা দুদিন ভালো থাকলে তিনদিন পর আবার বেড়েছে। লম্বা পুনর্বাসন শেষে গত বছরের নভেম্বরে ফের চোট পান। ওই বছর খেলতে পেরেছেন মোটে দুই ম্যাচ। তাও মোটে ৪২ মিনিট। এমন অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে।
নেইমারের ভবিষৎ নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ। ডেইলি মেইলকে জর্জ বলেছেন, ‘আমি নেইমারের ভবিষ্যৎ নিয়ে কিছু জানি না। সৌদি প্রো লিগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লিগ। সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই ওর।’
নিজের কথার ব্যাখাও দিয়েছেন কোচ, ‘নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছে। যখন আমি দল গঠন করছিলাম তখন তাকে ও আলেকসান্ডার মিত্রোভিচকে গুরুত্ব দিয়ে করেছিলাম। কিন্তু নেইমার তখনই পড়লেন ইনজুরিতে। সে গত ১৪-১৫ মাস মাঠের বাইরে। এখন সে নিজেকে কঠিন পরিস্থিতে ফেলেছে। নেইমারের চুক্তি এখনও আছে, কিন্তু তাকে ধরে রাখা হয়নি। এই দলবদল চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। আমি এমন কিছু এখন বলতে চাই না, যা আমি জানি না।’
কোচের কথায় পরিস্কার, নেইমার এরপর আর আল হিলালে নেই। শোনা যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য হতে পারে আমেরিকার শিকাগো ফায়ার। তবে সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। দেখা যাক ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা নেইমার কি আমেরিকায় ফেরেন নাকি ব্রাজিলে!
কমেন্ট