চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আর ঠিক এক মাস বাকি। এমন সময়ে জোড়া দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে খেলার সময় চোটে পড়েছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ এবং বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনিম্যান।

বিগ ব্যাশে শুক্রবার (১৭ জানুয়ারি) সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডার্সের মধ্যকার বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে থ্রো করতে গিয়ে কনুইয়ের চোটে পড়েছেন স্মিথ। আর হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে চোট পান কুনিম্যান। তার ডান হাতের বুড়ো আঙুলে এরপর অস্ত্রোপচারও হয়েছে।

কথা ছিল বিগ ব্যাশের লিগ পর্বের ম্যাচ শেষেই শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দুবাইয়ের পথে রওয়ানা দেবে টিম অস্ট্রেলিয়া। তবে চোটের কারণে এখন স্মিথের দুবাই সফর খানিকটা পিছিয়ে গিয়েছে। শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল স্মিথের। তবে এখন তার চোটের কারণে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিতে পারেন ট্র্যাভিস হেড।

এদিকে অস্ত্রোপচারের পরও কুনিম্যানকে শ্রীলংকা সিরিজে দলের সঙ্গেই রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রস্তুতির সময়ে চলবে তার সেরে ওঠার প্রক্রিয়া। কুনিম্যান অবশ্য যে হাতে বল করেন, সে হাতে কোনো সমস্যা নেই। তবে তার ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে অস্ট্রেলিয়াকে।


এই দুজন শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।

‘সৌদি লিগে খেলার ‘অযোগ্য’ নেইমার’ পরবর্তী

‘সৌদি লিগে খেলার ‘অযোগ্য’ নেইমার’

কমেন্ট