ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ

ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ দল। আর তাতেই সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রইলো বাংলাদেশের মেয়েদের। এখন শেষ ম্যাচ জিতলে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে নিগার সুলতানার দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে জ্যোতির ১২০ বলে ৬৮ রানে ভর করে ১৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা । জবাবে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে  ৩৫ ওভারে স্রেফ ১২৪ রানে থেমে যায় স্বাগতিক দল।
১৮৫ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। কিয়ানা জোসেফকে উইকেটের পেছনে ক্যাচ বানান  মারুফা।

বিপদজনক হেইলি ম্যাথিউসকে থামান  থামান নাহিদা। খানিক পর দান্দেন্দ্র ডটিনকেও তুলে নেন মারুফা। 
শেমাইন ক্যাম্পবেল আশা বাঁচিয়ে রেখেছিলেন দলের। ২৮ রান করা কিপার ব্যাটারকে বোল্ড করে দেন নাহিদা।
মান্ডি মানগ্রুকেও নাহিদা শিকার বানালে ৭০ রানে পড়ে যায় ৬ উইকেট। বাকিরাও উইকেট নেওয়া শুরু করলে আর ম্যাচে থাকেনি ক্যারিবিয়ানরা।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশও।

এরপর সোবহানা মুশতারিকে নিয়ে জুটি গড়েন জ্যোতি।  দুজনের ৫১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর কিছুটা পথ মিলে যায়। মুশতারির পর ফাহিমা খাতুন দ্রুত ফিরে গেলে স্বর্ণা আক্তারকে নিয়ে এগুতে থাকেন জ্যোতি। তিনিই পুরো ইনিংসে টেনে নেন দলকে। স্বর্ণা ২১ করে আউট হয়ে গেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে দৃঢ়তা দেখান জ্যোতি। ৪৯তম ওভারে থামার আগে ৭ চারে ৬৮ করে বাংলাদেশের অধিনায়ক। তিনি আউট হওয়ার পর আর কোন রান যোগ হয়নি, তবে তাতেই মিলে যায় জয়ের ভিত।  
দুই  শ’র নিচে পুঁজি নিয়ে প্রথম ওয়ানডেতে হারলে দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় পেল বাংলাদেশ। আর তাতেই হয়ে যায় আরেক রেকর্ড। নারীদের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের। 

 

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বয়কটের বিপক্ষে বাটলার পরবর্তী

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ বয়কটের বিপক্ষে বাটলার

কমেন্ট