রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বিশ্ব র্যাংকিংয়ের দুই নায়কের শিরোপার যুদ্ধ, কার হবে শেষ হাসি?
কাগজে-কলমে স্বপ্নের ফাইনাল! মেলবোর্ন পার্কে শিরোপাযুদ্ধে মুখোমুখি পুরুষদের টেনিসের বিশ্ব র্যাকিংয়ের এক ও দুই নম্বর তারকা। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ট্রফি নিজের কাছে রেখে দেওয়ার ব্রত নিয়ে কোর্টে নামবেন ইয়ানিক সিনার। অন্যদিকে আলেকজান্ডার জভেরেভের লক্ষ্য অতীত ব্যর্থতা মুছে ফেলে প্রথমবার মেজর জেতা। সিনার-জভেরেভের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর ২-৩০ মিনিটে।
তুখোড় ছন্দে আছেন শীর্ষ বাছাই সিনার। টানা ২০ ম্যাচ জেতার গগনচুম্বী আত্মবিশ্বাস এই ইতালিয়ানের সঙ্গী। জভেরেভও আছেন জয়ের ধারায়। নিজের সর্বশেষ ১৭ ম্যাচে ১৬ বার জিতে কোর্ট ছেড়েছেন এই জার্মান।
সিনারের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও তিনি ৪-২ ব্যবধানে এগিয়ে। কিন্তু লড়াইটা গ্র্যান্ড স্লামের ফাইনালে বলে বাজির দরে বাজিকরদের ফেভারিট বয়সে চার বছরের ছোট সিনার। বড় মঞ্চে জভেরেভের বারবার নেতিয়ে পড়ার বিবর্ণ অতীতের জন্য এগিয়ে রাখা হচ্ছে এই ইতালিয়ানকে।
মেজরের ফাইনালে সিনারের সাফল্য শতভাগ।
দুবার ফাইনাল খেলে দুবারই সফল তিনি। রড লেভার অ্যারেনায় সংখ্যাটা কি তাহলে তিনে তিন হবে? তবে নিজেকে মোটেও ‘অজেয়’ ভাবছেন না সিনার নিজে। বরং ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জভেরেভের শারীরিক সামর্থ্য নিয়ে বেশ সতর্ক তাঁর কোচ ড্যারেন কাহিল,‘ শারীরিকভাবে সে অসাধারণ। দারুণ একজন অ্যাথলেট। পাঁচ সেটের রেকর্ডও দুর্দান্ত।
’
এর আগে দুবার মেজরের ফাইনাল খেলে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষে একরাশ হতাশা সঙ্গী ছিল জভেরেভের। সিনারের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না তা অকপট স্বীকার করে নিচ্ছেন তিনি, ‘গত ১২ মাসে বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় ছিল সিনার। আমি নিশ্চিত রবিবার (আজ) কঠিন লড়াই অপেক্ষা করছে।’
কমেন্ট