ইনজুরি সমস্যায় বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার রিস টপলি

ইনজুরি সমস্যায় বিপিএল ছাড়লেন ইংলিশ পেসার রিস টপলি

ইনজুরি সমস্যায় জর্জরিত সিলেট স্ট্রাইকার্স। এই সমস্যা নিয়ে আগেই দল ছেড়েছিলেন রাকিম কর্নওয়াল। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিলেটের ইংলিশ পেসার রিস টপলি।

সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি।

তাই টুর্নামেন্টের মাঝপথেই  গতকাল নিজ দেশে ফিরে গেছেন এই পেসার। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের।
এবারের বিপিএল খুব একটা ভালো করতে পারেননি টপলি। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে তিনি ৪ উইকেট নিয়েছেন।

আর পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। ৯ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ২টিতে। ফলে ৪ পয়েন্ট পাওয়া দলটির প্লে-অফ খেলা একপ্রকার অনিশ্চিতই। 

বিশ্ব র‌্যাংকিংয়ের দুই নায়কের শিরোপার যুদ্ধ, কার হবে শেষ হাসি? পরবর্তী

বিশ্ব র‌্যাংকিংয়ের দুই নায়কের শিরোপার যুদ্ধ, কার হবে শেষ হাসি?

কমেন্ট