বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ তুলে দিলেন প্রধান উপদেষ্টা
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ রিয়াল
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্লে-অফে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি, আর প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) প্রতিপক্ষ ব্রেস। জার্মান জায়ান্ট বায়ার্ন লড়বে সেল্টিকের বিপক্ষে।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচ শেষে যেসব দল সেরা আটে ছিল তারা স্বয়ংক্রিয়ভাবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে।
বাকি ১৬ দলের জন্য আজ ড্র অনুষ্ঠিত হয়। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল দুই লেগে খেলবে।
২০২৪/২৫ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো প্লে–অফ
শেষ ষোলো প্লে–অফ
ব্রেস–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা
প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বা ১২ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের ম্যাচগুলো হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
কমেন্ট