দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট মুহূর্তের মধ্যেই শেষ

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট মুহূর্তের মধ্যেই শেষ

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। গ্রুপপর্বে তিনটি ম্যাচ খেলবে ভারত। যেই ম্যাচগুলো নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে সমর্থকদের মধ্যে।

অনলাইনে টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচগুলোর সব টিকিট। ৩ ফেব্রুয়ারি সোমবার আইসিসি ম্যাচগুলোর সাধারণ টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দেয়। স্থানীয় সময় বিকেল ৪টায় এই ঘোষণা দেওয়ার পরপরই টিকিট কাটার হিড়িক পড়ে যায় অনলাইনে। যা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়।

ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল ২৩ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে। এদের মধ্যে অনেকেই অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শেষ পর্যন্ত টিকিট কাটতে পারেননি।  

ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচ নিয়েও ব্যাপক আগ্রহ দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই ম্যাচের টিকিটের চাহিদাও ছিল ব্যাপক। যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এরপর ক্রিকেটপ্রেমীদের আগ্রহ দেখা গেছে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘিরেও।

গ্রুপপর্বের ম্যাচ ছাড়াও ৪ মার্চ নকআউট পর্বের ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। ভারত সেমিফাইনালে উঠবে এমনটা ধরে নিয়ে এখানেও ব্যাপক আগ্রহ ছিল টিকিট প্রত্যাশীদের। অন্যদিকে লাহোরে দ্বিতীয় সেমিফাইনালের টিকিট বিক্রিও শেষ। এখন বাকি কেবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। যা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের টিকিট সেমিফাইনাল শেষে বাজারে ছাড়া হবে।

গল টেস্ট দিয়েই অবসরের ঘোষণা দিলেন করুণারত্নে পরবর্তী

গল টেস্ট দিয়েই অবসরের ঘোষণা দিলেন করুণারত্নে

কমেন্ট