দেশের পুরনো ৪ বিভাগকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থার সুপারিশ
গোড়ালির চোটেচ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত কামিন্স
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের সদস্যরা বুধবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এই সফরে থাকছেন না অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গোড়ালির চোটে পড়া কামিন্স এখনো বোলিং শুরু করতে পারেননি। তার চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে স্টিভেন স্মিথ অথবা ট্রাভিস হেডকে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে মিচেল মার্শও বাদ পড়েছেন, আর স্কোয়াডে থাকা জশ হ্যাজলউডের ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে।
সম্প্রতি দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারেননি কামিন্স, তবে চোটের কারণে তিনি এই সিরিজে খেলার জন্য শারীরিকভাবেও প্রস্তুত ছিলেন না। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা তখনি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা এখন নিশ্চিত হয়েছে।
কোচ জানিয়েছেন, কামিন্সের খেলার সম্ভাবনা খুবই কম এবং এজন্য অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্মিথ এবং হেডের মধ্যে একজনকে এই দায়িত্ব দেওয়া হবে, যারা ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সফল নেতৃত্ব দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন।
কামিন্স ও হ্যাজলউডের চোটে দলে অ্যাবট এবং স্পেন্সার জনসন সুযোগ পেতে পারেন। বাড়তি স্পিনার নিতে চাইলে তানভির স্যাঙ্ঘার নামও থাকতে পারে এই বিবেচনায়।
শ্রীলঙ্কায় চলতি টেস্ট সিরিজে ডেভেলপমেন্ট ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। মার্শের জায়গায় বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।
কমেন্ট