কোয়ার্টার ফাইনালে ৫ গোলের রোমাঞ্চে জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

কোয়ার্টার ফাইনালে ৫ গোলের রোমাঞ্চে জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

যদিও লিগ টেবিলের তলানির দল, তবু লেগানেসকে সমীহ করার যথেষ্ট কারণ ছিল রিয়াল মাদ্রিদের। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে যে চলতি মৌসুমে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদের মতো জায়ান্টদের ধরাশায়ী করার কীর্তি গড়ে দেখিয়েছিল দলটা! কার্লো আনচেলত্তির দলের জন্যও ম্যাচটা সহজ হলো না। তবে শেষ মুহূর্তের গোলে দলটা ঠিকই ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে ৩-২ গোলে। চলে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে।

লা লিগার ১৬তম স্থানে থাকা লেগানেস শুরু থেকেই রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করেছিল। প্রথম আট মিনিটে তারা চারটি শট নেয়, যার মধ্যে একটি লক্ষ্যে ছিল। তবে গোলরক্ষক আন্দ্রি লুনিন প্রথম পরীক্ষায় সফলভাবে রক্ষা করেন।

অন্যদিকে, রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ১৩তম মিনিটে। ব্রাহিম দিয়াসের পাসে এন্দ্রিক বল পেলেও তার শট আটকে দেন লেগানেসের গোলরক্ষক। তবে ১৮তম মিনিটেই রিয়াল এগিয়ে যায়। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লুকা মদ্রিচ।  

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের পায়ে লেগে তার সামনে চলে আসলে, ছয় গজ বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার।  


৩৯তম মিনিটে লেগানেসের পক্ষে হুয়ান ক্রুস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। তার শট রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর বদলি হিসেবে নামেন ভিনিসিয়ুস জুনিয়র। ৫০তম মিনিটে গোলের সুযোগ পেলেও তার কোনাকুনি শট লেগানেস গোলরক্ষক পা দিয়ে ঠেকিয়ে দেন।  

৫৯তম মিনিটে লেগানেস সমতায় ফেরে। সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে শট নেন হুয়ান ক্রুস, যা রিয়ালের ডিফেন্ডার ফেরলন্দ মেন্ডির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।  

শেষ দিকে রিয়াল একের পর এক আক্রমণ চালায়। ৭৫তম মিনিটে ব্রাহিম দিয়াসের চিপ শট ক্রসবারে বাধা পায়। ৮৪তম মিনিটে লেগানেসের দানি রাবার জোরালো শট ঝাঁপিয়ে রক্ষা করেন লুনিন।  

অবশেষে ৯৩তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য পরিবর্তনের মুহূর্ত। ব্রাহিম দিয়াসের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে দুর্দান্ত হেডে গোল করেন গন্সালো গার্সিয়া। এই গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়।

কোপা দেল রের সেমিফাইনালে ওঠার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রিয়াল। লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

সান্তোসে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন; প্রথম ম্যাচে ব্যর্থ নেইমার পরবর্তী

সান্তোসে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন; প্রথম ম্যাচে ব্যর্থ নেইমার

কমেন্ট