আর্সেনালকে বিদায় করে কারাবাও কাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে নিউক্যাসল
আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। জ্যাকব মার্ফি এবং অ্যান্থনি গর্ডনের গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে জয় পায় নিউক্যাসল। এতেই দুই লেগ মিলে ৪-০ ব্যবধানে গারর্সদের হারিয়ে ফাইনালের টিকিট কাটে ম্যাগপাইরা।
তিন দিন আগে ম্যানচেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানো আর্সেনালেকে এদিন খুঁজেই পাওয়া গেল না।
উল্টো নিউক্যাসলের কাছে চতুর্থ মিনিটেই গোল খেয়ে বসে আর্সেনাল। যদিও আলেক্সান্ডার ইসাকের সেই গোল ভিএআর অফসাইডের কারণে বাতিল হয়। প্রথম প্রদক্ষেপে ব্যর্থ হলেও ১৯ মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ১৯ মিনিটে ইসাকের শট পোস্টে প্রতিহত হলে ফিরতি বলে বল জালে জড়ান জ্যাকব মার্ফি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গর্ডন দ্বিতীয় গোলটি এনে দেন নিউক্যাসলকে। ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নেন ফাবিয়ান শার। সেই বল ধরে নিচু শটে গোল পেয়ে যান গর্ডন।
২০২২-২৩ মৌসুমেও কারাবাও কাপের ফাইনালে উঠেছিল নিউক্যাসল।
সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে শিরোপা জেতা হয়নি দলটির। তবে এইবার আশাবাদী দলটির খেলোয়াড়েরা।
তাইতো ম্যাচ শেষে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারাইস বলে দিলেন ট্রফি জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তিনি, ‘এ রকম খেললে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই ট্রফি উঁচিয়ে ধরতে পারলে দারুণ ব্যাপারই হবে, আমার স্বপ্ন এটাই।’
১৬ মার্চ ওয়েম্বলির ফাইনালে টটেনহাম কিংবা লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যাগপাই নামে পরিচিত নিউক্যাসল।
আজ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে টটেনহামকে আতিথেয়তা দেবে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে থাকা লিভারপুল।
কমেন্ট