সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা

সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা

সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। লেভানদোস্কি, রাফিনিয়ার পর গোল পেয়েছেন বদলি নামা ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া। বড় জয়েই লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

সেভিয়ার মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।


ম্যাচের শুরুতে লেভানদোস্কির গোলে পিছিয়ে পড়া সেভিয়াকে সমতায় ফেরান রুবেন ভার্গাস। দ্বিতীয়ার্ধে লোপেজ বার্সাকে ফের লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া ও এরিক গার্সিয়া। অথচ লোপেজ বদলি হিসেবে খেলতে নেমে মাত্র খেলতে পেরেছেন ১৫ মিনিট। গোল করে দলকে এগিয়ে নেওয়ার তাকে মাঠ ছাড়তে হয় লাল কার্ড দেখে।


শেষ আধা ঘন্টা ১০ জন নিয়ে খেলেও বড় কোনো বিপদে পড়তে হয়নি বার্সেলেনাকে। 
ম্যাচের সপ্তম মিনিটে গোলের দেখা পায় সফরকারীরা। রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাসে কাছ থেকে পা বাড়িয়ে বল জালে পাঠান লেভানদোস্কি। এবারের লা লিগার সর্বোচ্চ ২২ ম্যাচে ১৯ গোল তার, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের ১৬।


এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সেলোনার। পরের মিনিটেই সমতায় ফেরে সেভিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগেস পাস দেন দূরের পোস্টে, জালে পাঠাতে ভুল করেননি ভার্গাস। সমতা নিয়ে বিরতিতে যায় দুইদল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নেমে প্রথম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন লোপেজ।


পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬০তম মিনিটে সেভিয়ার জিব্রিলকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন ফের্মিন। পরে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সেভিয়া, তবে লাভ হয়নি। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া।

২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া পরবর্তী

১৪ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া

কমেন্ট