চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস সিমন্সের

চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস সিমন্সের

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। সেই লক্ষ্যে মিরপুরে চলছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের কোচ সিমন্স বলেছেন, এই আসরে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস তার, তিনি তো শিরোপা জেতার ব্যাপারেই আত্মবিশ্বাসী।

সিমন্স বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে।

আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’
ট্রফি জেতার ব্যাপারে আশাবাদী হলেও বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না বলে মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে।

তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে।’
গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর বাংলাদেশের দায়িত্ব পেয়েছিলেন সিমন্স।

তার সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এরপর ভবিষ্যৎ কী, সেটা সিমন্স নিজেও জানেন না। চুক্তি বাড়লে বাড়তেও পারে তার। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আছি। এরপর কী হবে এখনই বলতে পারছি না।

রোহিতের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজও ভারতের পরবর্তী

রোহিতের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজও ভারতের

কমেন্ট