ওয়ানডে অভিষেক ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটজকে

ওয়ানডে অভিষেক ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটজকে

যেকোনো খেলোয়াড়ের জন্য বেশ স্মরণীয় তার অভিষেক ম্যাচ। যা আজীবনের জন্য হয়ে থাকে বিশেষ কিছু। নিজের অভিষেক ম্যাচ আরও বেশি স্মরণীয় করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।


সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নেমে করেছেন সেঞ্চুরি ব্রিটজকে। আউট হওয়ার আগে করেছেন ১৫০ রান। যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ। কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছর টিকে থাকা রেকর্ড ভেঙে দিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে খেলারই কথা ছিল না ২৬ বছর বয়সী ব্রিটজকের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–এর কারণে দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটার এই ম্যাচের আগে লাহোরে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না বলেই ত্রিদেশীয় সিরিজে ব্রিটজকে যুক্ত করা হয়েছিল। ত্রিদেশীয় এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ব্রিটজকের মাথায় পরিয়ে দেওয়া হয় ওয়ানডে ক্যাপও। আর অভিষেক ম্যাচেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন রেকর্ড বইয়ে।

 

৬৮ বলে ফিফটি করার পর ১২৮ বলে শতকের দেখা পান ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে ব্রিটজকের আগেও সেঞ্চুরি আছে ১৮ জনের। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর এক এক করে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ইনিংসের ৪৫তম ওভারের শেষ বলে বেন সিয়ার্সকে ছক্কা হাঁকিয়ে পেরিয়ে যান হেইন্সকেও। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক ওয়ানডেতে ১৪৮ রান করেছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এত দিন পর্যন্ত এটিই ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড।

শেষ পর্যন্ত ১৪৮ বলে ১৫০ রান করে থেমেছেন বিশ্ব রেকর্ড গড়া ব্রিটজকে। তার ১১ চার ৫ ছক্কায় গড়া ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস সিমন্সের পরবর্তী

চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস সিমন্সের

কমেন্ট