অস্ট্রেলিয়াকেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলই করেছে লঙ্কানরা

অস্ট্রেলিয়াকেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলই করেছে লঙ্কানরা

নিজেদের মাঠে প্রতিপক্ষরা জয় পেলে কষ্টটা একটু বেশিই হয় স্বাগতিক দলের। নিশ্চয়ই শ্রীলঙ্কার হৃদয়েও এমন ক্ষতই হয়েছিল। তা না হলে টেস্টে সিরিজের ধবলধোলাইয়ের প্রতিশোধ এমনভাবে নিতো না তারা।

ধবলধোলাইয়ের প্রতিশোধ যেন ধবলধোলাইয়ে নিল শ্রীলঙ্কা।

দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল লঙ্কানরা। আজ সেই অস্ট্রেলিয়াকেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলই করেছে স্বগতিকরা। সফরকারিদের শুধু সিরিজেই হারায়নি, রেকর্ড জয়ও পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সর্বোচ্চ ১৭৪ রানের জয় পেয়েছে তারা।

আগের রেকর্ড ছিল ৮২ রানের। আজ থেকে ৯ বছর আগে কীর্তিটি গড়েছিল শ্রীলঙ্কা। ২০১৬ সালে জয় পাওয়া সেই কলম্বোতেই আজ নতুন করে রেকর্ড গড়ল লঙ্কানরা। আজ সিরিজে সমতায় ফিরতে ২৮২ রান প্রয়োজন ছিল।

কিন্তু সিরিজ বাঁচানো দূরের কথা বিব্রকতর রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

 
কলম্বোয় রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দোর বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। তার পেসের মুখে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে যেন মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩টি উইকেটই ২৭ বছর বয়সী পেসার নেন। 

আসিতার পেসের পর কলম্বোর উইকেটে স্পিন বিষ শুরু করেন দুই স্পিনার দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুজনের ঘূর্নিতে দাঁড়াতেই পারেননি অধিনায়ক স্টিভেন স্মিথ ও জস ইংলিশরা। একের পর এক উইকেট হারিয়ে ১০৭ রানে অলআউট হতে বাধ্য হন তারা। হাসারাঙ্গার ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভেল্লালাগে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন অধিনায়ক স্মিথ।

 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরির ১০১ রানের ইনিংসটি ১১ চারে সাজিয়েছেন উইকেটেরক্ষক ব্যাটার মেন্ডিস। তবে তিন শ ছুঁই ছু্ঁই স্কোরে কম অবদান নয় জোড়া ফিফটি হাঁকানো নিশান মাদুশকা ও অধিনায়ক চরিত আসালাঙ্কা। বিশেষ করে শেষ দশ ওভারে ১০০ রান তুলতে অবদান রাখা আসালাঙ্কার। 

সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আসালাঙ্কা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজ ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ৪ চার ও ১ ছক্কায় ৫১ রান করেছেন মাদুশকা। রেকর্ড জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান মেন্ডিস। আর দুই ম্যাচ মিলিয়ে ২০৫ রান করা আসালাঙ্কা হয়েছেন সিরিজসেরা। এতে চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ এক আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছেন মেন্ডিস-আসালাঙ্কারা। 

ওয়ানডে অভিষেক ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটজকে পরবর্তী

ওয়ানডে অভিষেক ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটজকে

কমেন্ট