বিপিএলে বিদেশি প্রতিষ্ঠান দলের মালিকানায় আসার বিষয়টি নাকচ করেছে বিসিবি

বিপিএলে বিদেশি প্রতিষ্ঠান দলের মালিকানায় আসার বিষয়টি নাকচ করেছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি প্রতিষ্ঠানের দলের মালিকানায় আসার বিষয়টি নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

তিনি জানান, লিগের দল মালিকানায় বিদেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নীতিগতভাবেই নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত বিপিএলের কোনো আসরেই বিদেশি কোম্পানিকে মালিকানা দেওয়া হয়নি, ভবিষ্যতে এ সিদ্ধান্ত বদলাতে হলে বোর্ড সভায় আনুষ্ঠানিক আলোচনা প্রয়োজন।

সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মিশরের বহুজাতিক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল কেনার আগ্রহ দেখালেও বিসিবি তাদের প্রস্তাব খতিয়ে দেখেনি।

এ প্রসঙ্গে প্রশ্ন উঠলে ফারুক আহমেদ বলেন, ‘বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে কোনো বোর্ড সভায় আলোচনা হয়নি। বিপিএলের ১১ আসরে কখনো বিদেশি কোম্পানিকে মালিকানা দেওয়া হয়নি। ভবিষ্যতে এমন কিছু করতে হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা নীতিগতভাবে ঠিক করেছি, বিপিএল দেশিয় কোম্পানির হাতেই থাকবে। তাই বিদেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

প্রসঙ্গত, বিপিএলে বর্তমানে সাতটি দল অংশ নিচ্ছে। সবগুলো দলই এখন সম্পূর্ণভাবে দেশিয় ব্যবসায়ীদের মালিকানায় রয়েছে। তবে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক ইস্যুতে কয়েকটি দলের কর্ণধারদের দায়সারা আচরণের কারণে বিপিএলে বিদেশি মালিকানার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছিল।

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বিশ্বব্যাপী সম্প্রচার পরিকল্পনা ঘোষণা পরবর্তী

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বিশ্বব্যাপী সম্প্রচার পরিকল্পনা ঘোষণা

কমেন্ট