রমজান উপলক্ষে গাজার জন্য মানবিক সহায়তা বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত
রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নে রাজি ভিনিসিয়ুস
কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই আলোচনা মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২৪ বছর বয়সী এই তারকার চুক্তি রয়েছে আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত। কিন্তু ক্লাবের পক্ষ থেকে নতুন করে পুনরায় চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করলেও সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চেয়ে নেন তিনি।
এরপর এই ব্রাজিলিয়ানের এজেন্ট সাক্ষাৎ করেছেন সৌদি প্রো লিগের এক ক্লাবের সঙ্গে। ক্লাবটি ভিনিসিয়ুসকে পাঁচ বছরের জন্য দলে ভেড়াতে বিলিয়ন ডলার খরচ করতে রাজি, সেটা আগেই জানিয়েছিলেন তারা। এছাড়া এই তারকাকে নিজেদের ডেরায় ভেড়াতে প্রস্তুত আছে ফরাসি ক্লাব পিএসজিও।
ভিনিসিয়ুস নিজের প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে সময় নেওয়ার এমন খবর সামনে আসার সঙ্গে আরও একাধিক বিষয়ও সামনে এসেছে। যার মধ্যে অন্যতম কারণ ছিল বেতন। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ও এই ব্রাজিলিয়ান। রিয়াল মাদ্রিদ থেকে মাসিক ১৫ মিলিয়ন ইউরো বেতন পেয়ে থাকেন তিনি, যা ক্লাবটিতে থাকা অনেক খেলোয়াড়ের চেয়ে কম।
এছাড়াও ড্রেসিংরুমে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বাগবিতণ্ডা এবং মাঠে রেফারি এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর হুটহাট করে করে মেজাজ হারানোর বিষয়টিও এই সঙ্গে জড়িত ছিল। যদিও নিজে থেকে ভিনিসিয়ুসকে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। তবে এই ব্রাজিলিয়ান না থাকতে চাইলে জোর করবে না বলেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিয়াল সমর্থকদের জন্য স্বস্তির খবর হচ্ছে, চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে রাজি হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। কর্তৃপক্ষের সঙ্গে দুইবার বৈঠক করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। দুই-এক দিনের মধ্যে পুনরায় বৈঠকে বসবেন তারা। সেখানে বেতন কাঠামোসহ নানান বিষয়ে সমঝোতায় আসবে দুই পক্ষ।
কমেন্ট