আর্জেন্টিনাকেই হতাশায় ডুবিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল ব্রাজিল

আর্জেন্টিনাকেই হতাশায় ডুবিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ব্রাজিল। অথচ বড় হারে টুর্নামেন্টে তাদের শুরুটা ছিল হতাশাজনক। টুর্নামেন্ট শেষে সেই আর্জেন্টিনাকেই হতাশায় ডুবিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল ব্রাজিল।

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দরকার ছিল বড় ব্যবধানে জয়। তবে, আলবিসেলেস্তারা গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের হতাশা করেছে। ৩-০ গোলের হারের লজ্জা পেয়েছে মেসিদের উত্তরসূরিরা। আর ব্রাজিল চিলিকে হারিয়েছে ৩-০ গোলে।


ব্রাজিলের এটা ১৩তম শিরোপা, বলা বাহুল্য তারাই এ প্রতিযোগিতায় সফলতম দল। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে উরুগুয়ে। আর্জেন্টিনা ৫, কলম্বিয়া ৩ ও প্যারাগুয়ে-ইকুয়েডের একবার করে এতে চ্যাম্পিয়ন হয়েছে।

চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট ছিল সমান ১০। গ্রুপে ৬-০ গোলে হারলেও চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। তাতে দুই দলের পয়েন্ট সমান হয়ে যায় আর শিরোপা ভাগ্য গড়ায় শেষ ম্যাচ পর্যন্ত।


হেড টু হেডে সমতা থাকায় নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা জিতলে শিরোপা নির্ধারিত হত গোল গড়ে। তবে আর্জেন্টিনা ম্যাচ হারায় গোল গড়ের আর দরকার হয়নি। ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে নেইমারের উত্তরসূরিরা।

৭৩ মিনিটে ওয়াশিংটন, ৮৬ মিনিটে পেদ্রো ও ৮৮ মিনিটে মাথিয়াসের গোলে বড় জয়ই পায় ব্রাজিল। এই জয়ে নিশ্চিত হল শিরোপাও। এই ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৭৮ মিনিটে চিলির ডিফেন্ডার ইভান রোমান দেখেন লাল কার্ড। তিনি মূলত দুটি হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। ব্রাজিলের গোলরক্ষক রবার্ত পিন্তো আলভেস আসুনকাও লাল কার্ড দেখেন অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।

বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা মাত্র এক শতাংশ: বললেন গার্দিওলা পরবর্তী

বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা মাত্র এক শতাংশ: বললেন গার্দিওলা

কমেন্ট