শিরোপার পথটা অনেক দীর্ঘ, শীর্ষে উঠে বার্সেলোনা কোচ
দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নিজেদের সর্বশেষ ম্যাচ ড্র করায় লাভের গুড় খাওয়ার সুযোগ পায় বার্সেলোনা। সেই সুযোগ হাতছাড়াও করেনি কাতালানরা। গতকাল রবার্ট লেভানডফস্কির পেনাল্টিতে রায়ো ভায়েকানোর বিপক্ষে জয় পায় বার্সেলোনা। তাতে ২৪ ম্যাচে ৫১ পয়েন্টে শীর্ষে উঠেছে তারা।
সমান ম্যাচে সমান ৫১ পয়েন্ট অবশ্য রিয়ালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে এক সপ্তাহ আগেও ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা। অন্যদিকে সমান ২৪ ম্যাচে ৫০ পয়েন্টে তিনে আতলেতিকো মাদ্রিদ। দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শীর্ষে উঠতে পেরে আনন্দিত বার্সা কোচ হান্সি ফ্লিক।
টানা ৯ ম্যাচ অপরাজিত থাকা রায়ো ভায়োকানোর বিপক্ষে শিষ্যরা দুর্দান্ত খেলেছে জানিয়েছে ফ্লিক বলেছেন, ‘আমি কিছুটা ক্লান্ত। দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছি। দুর্দান্ত কাজ করায় আমরা খুশি। অবশ্যই খেলোয়াড়রাসহ আমরা সবাই খুশি।
আমরা ভালো করতে পারি। তারা সর্বশেষ ৯ ম্যাচ হারেনি। তবে আজ (গতকাল) আমরা দারুণ সাফল্য পেয়েছি। প্রথম স্থান অর্জন করা খুবই ইতিবাচক। আমরা ফিরে এসেছি।
’
তবে শীর্ষস্থানে ফিরেই আত্মহারার কিছু নেই বলে জানিয়েছেন ফ্লিক। শিরোপার পথটা অনেক দীর্ঘ বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। জার্মান কোচ বলেছেন, ‘পথটা খুবই দীর্ঘ। সমর্থকদের মুখে হাসি এনে দিতে পেরে আমরা খুশি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আমাদের লড়তে হবে। শীর্ষস্থান কোনোকিছুই পরিবর্তন করবে না যদি লড়াই চালিয়ে যেতে না পারি। আমাদের অবশ্যই মোমেন্টাম ধরে রাখতে হবে।’
কমেন্ট