উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল পাকিস্তান

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল পাকিস্তান

অপেক্ষা ফুরাল। পাকিস্তানে ২৯ বছর পর বসছে আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্ট। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। খেলা শুরু হবে বিকাল তিনটায়।

 

কদিন আগে কিউইদের কাছে পাকিস্তান খুইয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই হারের বদলা নিয়ে সর্বোচ্চ শক্তির দল নিয়ে নামবে স্বাগতিকরা। চোটে হানা দেওয়া কিউইদের আজ জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ।

পরিসংখ্যানে অবশ্য পাকিস্তান এগিয়ে। ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচের ছয়টিতে জিতেছে পাকিস্তান, পাঁচটিতে নিউজিল্যান্ড। তবে শেষ চার ম্যাচের হিসেবে কিউইরা অনেক এগিয়ে। চারটির তিনটিতেই শেষ হাসি হেসেছেন ব্লাক ক্যাপসরা। আজ জয়-পরাজয়ের খেরোখাতায় এগিয়ে যেতে পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে নামবে।

পাকিস্তান একাদশ
ফখর জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সালমান আগা, তৈয়াব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আব্রার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, নাথান স্মিথ ও উইল ও'রোর্ক। 

চ্যাম্পিয়নস ট্রফির দুই ভেন্যুর নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ পরবর্তী

চ্যাম্পিয়নস ট্রফির দুই ভেন্যুর নিরাপত্তায় লাহোর-রাওয়ালপিন্ডিতে ১২ হাজার পুলিশ

কমেন্ট