সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে রিয়াল

সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে নামার আগে সিটি কোচ গার্দিওলা বলেছিলেন তাদের জেতার সম্ভাবনা এক শতাংশ। পরে অবশ্য তার সেই কথা থেকে সরে আসছিলেন বটে, কিন্তু প্রথম কথাই যেন সত্যি হলো। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারল না পেপ গার্দিওলার শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে রিয়াল মাদ্রিদ।

 
বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় নাম লেখাল রিয়াল।

এদিন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনাদের বেঞ্চে রেখে একাদশ সাজায় গার্দিওলা। তার চরম মূল্যও দিতে হয় ৫ মিনিটের মধ্যে গোল খেয়ে।

নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিওর বাড়ানো বল দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে সিটি গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বলে জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। ৩৩ মিনিটে সিটির জালে দ্বিতীয়বার বল জড়িয়ে সিটির সম্ভাবনা এক শতাংশ থেকে শূন্যতে নামিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। জোড়া গোল নিয়েই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পরও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি সিটি।

৬১তম মিনিটে উল্টো হ্যাটট্রিক করে সিটির বিদায় ঘন্টা অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক, চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২১তম। 
দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে পিছিয়ে পড়া সিটি অন্তিম সময়ে ব্যবধান কমান নিকোর গোলে। তাতে তো আর বিদায় ঠেকানো যায়নি সিটির। প্লে-অফেই শেষ হয় তাদের চ্যাম্পিয়নস লিগ যাত্রা।


 

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল পাকিস্তান পরবর্তী

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল পাকিস্তান

কমেন্ট