দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে,এটা অস্বীকার করার উপায় নেই: আইন উপদেষ্টা
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের যাত্রা শেষ ভারতের কাছে হেরে: রিজওয়ান
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান এখনো টিকে আছে যদি-কিন্তুর সমীকরণে। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে এই স্বপ্ন শেষ হয়ে গেছে বলে স্বীকারুক্তি দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। তার মতে, টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে ভারতের কাছে হেরে।
চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে ভারতকে হারতে হতো রিজওয়ানদের।
এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তো দূরে থাক কোনো প্রতিদ্বন্ধিতাই গড়ে তুলতে পারেনি তারা। ৬ উইকেট হেরে দলের বিদায় আরেকটু কাছে নিয়ে গেছে বাবর-রিজওয়ানরা। যদিও নিশ্চিত বিদায়টা ঝুলে আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। যদি নিউজিল্যান্ড শেষ দুটি ম্যাচ হারে, আর পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারে তাহলে রান রেট হিসেবে ভারত ছাড়া বাকি তিন দলের যে কেউ সেমিতে যেতে পারে।
তাই স্বাভাবিকভাবে এসব সমীকরণের হিসেব ভালো লাগছে না পাকিস্তান অধিনায়কের। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি বলব (চ্যাম্পিয়নস ট্রফিতে) আমাদের যাত্রা শেষ, এটাই সত্য। আমাদের পরবর্তী ম্যাচ, বাংলাদেশ কী করে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড কী করে ভারতের বিপক্ষে—সব কিছু অন্যদের ওপর নির্ভর করছে। একজন অধিনায়ক হিসেবে এটি আমার ভালো লাগছে না।
’
‘যদি আমাদের নিজেদের হাতে কিছু থাকত, তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের দায় আমরা নিচ্ছি, কিন্তু অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে বসে থাকতে চাই না’।— যোগ করেন রিজওয়ান।
গতকাল ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এই তিন বিভাগেই নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা হতাশ, কারণ হার মানেই কঠিন দিন, কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া।
কমেন্ট