সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল

সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল

অসংখ্য আক্রমণ করেও লিভারপুলের জালে বল ঢুকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। উল্টো নিজেদের জালে ঢুকল দুইবার। আর এতেই ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান আরো সুসংহত হলো আর্নে স্লটের দলের। 

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুল জয় পেয়েছে ২-০ গোলে।

মোহাম্মদ সালাহর গোল লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। লিগে ২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে চতুর্থ স্থানেই আছে সিটি, তাদের পয়েন্ট ৪৪।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল।

আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কর্নারে কাছের পোস্টে খুঁজে নিলেন সোবোসলাইকে। তার ফ্লিকে পেনাল্টি স্পটের কাছ বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সালাহ। চলতি আসরে এটি সালাহর ২৫তম গোল। ৬ গোল কম নিয়ে তালিকার দু্ইয়ে আর্লিং হালান্ড।
৩৭ মিনিটে ব্যবধান ২-০ করে লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন সোবোসলাই। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। তবে প্রতি-আক্রমণে লিভারপুল ৫৬তম মিনিটে আবারো সিটির জালে বল পাঠায়। তবে অফসাইডে সে যাত্রায় বেঁচে যায় সিটি।


বাকি সময়েও আক্রমণ করে খেল যায় সিটি। কিন্তু ভাঙতে পারেনি লিভারপুলের জমাট রক্ষণ। তাতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার দলকে। 

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের যাত্রা শেষ ভারতের কাছে হেরে: রিজওয়ান পরবর্তী

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের যাত্রা শেষ ভারতের কাছে হেরে: রিজওয়ান

কমেন্ট