জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন
দুর্দান্ত তিন গোলের ম্যাচে অ্যাতলেতিকোকে হারিয়ে ডার্বি রিয়ালের
রদ্রিগোর অসাধারণ গোলে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়ালের সেই দাপট দ্রুতই হারিয়ে যায় আধা ঘণ্টার মধ্যে আলভারেজের গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ব্রাহিম দিয়াজ। তার দুর্দান্ত এক গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে রইল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর চোখধাঁধানো গোলে ৪ মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে অসাধারণ এক গোলে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মরক্কোন উইঙ্গার ব্রাহিম দিয়াজের গোলে ভর করেই মাদ্রিদ ডার্বিতে জয় পায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
রিয়াল বেতিসের বিপক্ষে হারের ধাক্কা সামলে ম্যাচের চতুর্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো।
মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বল ধরে দ্রুতই আতলেতিকো বক্সে ঢুকে যান এই ব্রাজিলিয়ান। দুই ডিফেন্ডারকে অকেজো রেখে বাঁ পায়ের শট দূরের পোস্ট লক্ষ্য করে। যা আটকানোর কোনো সুযোগই ছিল না আতলেতিকো গোলকিপার ইয়ান ও’ব্লাকের। চ্যাম্পিয়নস লিগে এটি রদ্রিগোর ২৫তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।
রদ্রিগোর গোলে এগিয়ে যাওয়ার পর ৩২তম মিনিটে অ্যাতলেতিকোর হয়ে দারুণ গোল করে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধও শুরু হয় গতিময় ফুটবলে।
দারুণ শুরুর পর রিয়ালের খেলায় গতি কমে যায়। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদকে বেশি উজ্জীবিত মনে হলেও ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেটাও অনেকটা দিয়াজের একক নৈপূণ্যে।
ফারলাঁ মেন্দির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে, দুজনকে কাটিয়ে প্রতিপক্ষের পাঁচ জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াজ। দিয়াজের এই গোলটি দৃষ্টিনন্দনে ছাড়িয়ে যায় ম্যাচের আগের দুই গোলকেই। শেষ পযন্ত ম্যাচে ব্যবধানও গড়ে দিয়েছে এই গোলটিই।
আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাঠে গড়াবে ম্যাচটি।
কমেন্ট