ওয়ানডে ক্রিকেট প্রায় মরে গেছে, এটি সবচেয়ে বাজে ফরম্যাট— দাবি মঈন আলীর

ওয়ানডে ক্রিকেট প্রায় মরে গেছে, এটি সবচেয়ে বাজে ফরম্যাট— দাবি মঈন আলীর

২০২২ সালের আগস্টে মঈন আলী বলেছিলেন যে, আগামী দুয়েক বছরের মধ্যে একদিনের ক্রিকেট (ওয়ানডে) বিলুপ্ত হতে পারে। এখন তিনি আরো একধাপ এগিয়ে বলছেন , ওয়ানডে ক্রিকেট প্রায় মরেই গেছে। তার মতে, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট ছাড়া ওয়ানডে ক্রিকেটের এখন আর তেমন কোনো গুরুত্ব বা আকর্ষণ নেই।

সম্প্রতি টকস্পোর্টস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন আলী দাবি করেছেন যে, ওয়ানডে ফরম্যাট বর্তমানে ক্রিকেটের সবচেয়ে খারাপ ফরম্যাট।

তিনি এই দাবির পেছনে যুক্তিও উপস্থাপন করেছেন। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া এই ফরম্যাট মরে গেছে। এটা সবচেয়ে খারাপ ফরম্যাট, এবং আমি মনে করি এর পেছনে অনেক কারণ আছে। নিয়মগুলো ভয়াবহ।
প্রথম পাওয়ারপ্লের পর অতিরিক্ত ফিল্ডার রাখার নিয়ম, উইকেট নেওয়া বা চাপ তৈরি করার জন্য এটা ভয়াবহ একটা নিয়ম। এ কারণে এখন ক্রিকেটারদের গড় হচ্ছে ৬০-৭০।’
তিনি আরো বলেন, ‘তুমি যখন কাউকে বল করছ এবং চাপ তৈরি করছ, সে রিভার্স সুইপ খেলছে, সিঙ্গেলও নিচ্ছে না। চার হয়ে গেল।

ব্যাটারদের রান করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সবকিছুর চেয়ে বড় ব্যাপার হলো- দুটি নতুন বল। এতে রিভার্স সুইং হারিয়ে ফেলেন। নরম বল হিট করার সুযোগ হারিয়ে ফেলেন। এসব কারণে ওয়ানডে ক্রিকেট মরে গেছে।
৫০ ওভারের ক্রিকেট একদম মরে গেছে।’
মঈন আলীর ধারণা, অদূর ভবিষ্যতে অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘সমস্যা হলো- ওখানে টাকা আছে। টাকা ছড়ানো হয়। এটা এত বেশি যে মানুষ এটা ফেলতে পারে না। এড়িয়ে যাওয়া খুব কঠিন। আগামী কয়েক বছরে এমন অনেককেই দেখা যাবে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।’

 

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কঠিন পরীক্ষায় ফেলল লিভারপুল পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কঠিন পরীক্ষায় ফেলল লিভারপুল

কমেন্ট