২০২৬ আইপিএলে খেলতে চান আমির

২০২৬ আইপিএলে খেলতে চান আমির

২০২৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার পরিকল্পনা করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। ২০২৪ সালে অবসর নেওয়া এই পেসার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান। ‘হারনা মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে আমির বলেছেন, ‘পরের বছর থেকে আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।’

পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি নেই, তবে আমির তার স্ত্রী নারজিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন, কারণ তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক।

বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন। 
অনুষ্টানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, যদি তিনি আইপিএল খেলেন তাহলে তবে পাকিস্তানে এর প্রতিক্রিয়া কীভাবে সামলাবেন। জবাবে আমির বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির কোচও ছিলেন। মূলত ওয়াসিম আকরাম এবং রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিলেন আমির।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে দেখা গেছে আকরামকে। অপরদিকে ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে ছিলেন রমিজ রাজা।
এদিকে, আইপিএলে যদি খেলার সুযোগ আসে তাহলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান আমির। তিনি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ব্যাট উপহার দেওয়ার কথাও স্মরণ করে বলেন, ‘বিরাট অসাধারণ।

তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত।’
সেই অনুষ্ঠানের আরেক অতিথি আহমেদ শেহজাদ জানান আমির আরসিবির ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং তাদের প্রথম আইপিএল শিরোপা এনে দিতে পারেন। তিনি বলেন, ‘আরসিবির বোলিং সমস্যা সমাধানের জন্য আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং ইউনিট ভালো, কিন্তু তাদের সমস্যা সবসময়ই বোলিং।

যদি আমির আরসিবির হয়ে খেলেন, তবে তারা শিরোপা জিতবে।’

ওয়ানডে ক্রিকেট প্রায় মরে গেছে, এটি সবচেয়ে বাজে ফরম্যাট— দাবি মঈন আলীর পরবর্তী

ওয়ানডে ক্রিকেট প্রায় মরে গেছে, এটি সবচেয়ে বাজে ফরম্যাট— দাবি মঈন আলীর

কমেন্ট