মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড ও জাপান সফরে যাবেন ড. ইউনূস
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক ক্যাপরা। ভারত কি এবার সেই হারের শোধ তুলবে? নাকি নিউজিল্যান্ড গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারের বদলা নিয়ে ২৫ বছরের শিরোপা খরা কাটাবে? সব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ....
একদিনের ক্রিকেটে দুই দলের পরিসংখ্যানের দিকে তাকালে খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই কোনো দলকে। এখন পর্যন্ত ১১৯ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ভারত জিতেছে ৬১টি ম্যাচে। নিউজিল্যান্ড ৫০টি। একটি ম্যাচ টাই হয় এবং সাতটি পরিত্যক্ত।
কমেন্ট